আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রাঙ্গুনিয়ায় প্রবাসীর উপর হামলার ঘটনায় একই পরিবারের ৫ জন গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ অগাস্ট ২০২২ ১০:৪৫:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক প্রবাসীর উপর হামলার ঘটনায় একই পরিবারের পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাদের নিজ বসতঘর থেকে ধরা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর এলাকার আবদুস সামাদের ছেলে মহসিন প্রকাশ বিচু (৫০) তার ভাই মোহাম্মদ হোসেন প্রকাশ জুনু (৬০) ও মো. হারুন প্রকাশ কুনু (৫৫) এবং তাদের ভাতিজা মো. ওসমান (৩৩) ও মো. পারভেজ (৩৫)।

তাদের বিরুদ্ধে মসজিদের জায়গা আত্মসাতের অভিযোগে ইতিপূর্বে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছিল। 

মামলার বাদী একই এলাকার মো. সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের সাথে তার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এরজেরে তাকে ও একই এলাকার সামছুল আলমের ছেলে প্রবাসী মো. মুছার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। লোহার রডসহ দেশিয় অস্ত্রের দ্বারা হামলা চালিয়ে প্রতিপক্ষরা তাদের এলোপাতাড়ি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে সেই মামলায় গ্রেফতার হন তারা। 

গ্রেফতারকৃতদের ভূমিদস্যু হিসেবে উল্লেখ করে মো. সালাউদ্দিন আরও বলেন, তাদের বিরুদ্ধে সাহেবনগর জামে মসজিদের জমি আত্মসাতের অভিযোগে এলাকাবাসী তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানা গেইটের সামনে ২০১৩ সালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিল। উক্ত জায়গা দখলের সমাধান এখনো হয়নি। 

রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) প্রকাশ কুমার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।