আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবস পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০২:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আ.লীগ ও অঙ্গ সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, যুব ঋণ, পুরষ্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ, দোয়া মাহফিলের আয়োজন করা হয় । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।  

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) ওবাইদুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্ত্তী, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি, মুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়ুয়া।  

এদিন যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ৫ জনকে তিন লাখ টাকা যুব ঋণ ও ৬০ জন প্রশিক্ষণার্থীকে সনদ দেয়া হয়। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাকংন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়।