চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শামসুন নাহার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার বজলুল করিমের ছেলে জালাল উদ্দিনের স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা করেছে দাবি করলেও তার পরিবার ও এলাকাবাসীর দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানায় রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি। জানা যায়, নিহত শামসুন নাহার একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়ার দু’ছড়ি মুখ গ্রামের আবু তাহেরের মেয়ে। ৪ বছর আগে শামসুন নাহারের সাথে জালাল উদ্দিন মঞ্জুর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার শাশুড়ি ও দেবর নানা ভাবে তাকে নির্যাতন চালিয়ে আসছিল বলে জানায় তার পরিবার। এর পরিপেক্ষিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা আরো দাবী করেন, লাশ ঝুলন্ত অবস্থায় ছিল জানালেও বিকেলে প্রতিবেশীরা তার মৃত্যুর খবর শুনে ঘরে গেলে শামসুন নাহারের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়নি বলে জানান। এদিকে ঘটনার পর গৃহবধূর স্বামী জালাউদ্দিন মঞ্জু মোবাইল বন্ধ রেখেছে। এ বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, আত্মাহত্যা নাকি হত্যা এখনও কিছু বলা যাচ্ছে না। গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থা থেকে যে দুইজন ব্যক্তি নিচে নামিয়েছেন তাদের সাথে কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তা জানতে পারবো। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, খবরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে মেডিকেল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।