চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
শামীমা আকতার জানান, রাঙ্গুনিয়ার ১৭০টি গ্রামে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা আনসার কমান্ডার ইউনিয়ন, ওয়ার্ড, দলনেতা ও দলনেত্রীদের মাধ্যমে রোপণ করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ৬৮ হাজার গ্রামে "বৃক্ষরোপন অভিযান-২২" কর্মসূচি উপলক্ষে রাঙ্গুনিয়ায় এই কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার।