আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ ০২:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর দক্ষিণ রশিদিয়া পাড়ায় রবিবার (১৮ ডিসেম্বর) 
মধ্যরাতে আগুনে ৯টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। 
 
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন চট্রগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ হিসাবে বৈদ্যুতিক শর্ট সার্কের থেকে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ নাসির উদ্দীন ,মোঃ জসিম উদ্দিন,মোঃ মজিদ,মোঃ গফুর
মোঃ কাদের,মোঃ জলিল,মোঃ মালেক,মোঃ সবুর
জেবুর নাহার। 
 
ফায়ার সার্ভিস আরো বলেন ‘খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। স্থানীয়রা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেখানে অনেক গুলো বসতঘর ছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
 
আগুনের বিষয়ে স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন --মধ্যরাতে হঠাৎ আগুনের কথা শুনে আমরা দ্রুত গিয়ে দেখতে পাই বেশ কয়েকটি ঘরে আগুন ধরে গেছে, আগুনের তীব্রতা বেশি থাকাই আগুনের কাছে কেউ যেতে পারেনি।
 
আগুনের বিষযের মরিমনগর পরিষদের চেয়ারম্যান মজিবুল হক হিরু বলেন---আগুনের বিষয়ে আমি রাত্রে শুনেছি এবং দেখেছি। আমার পরিষদ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য চেষ্টা করছি।