আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধে একই পরিবারের ৫জনের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ১৩ জানুয়ারী ২০২৩ ১২:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া মহাজন পাড়া এলাকায় রান্না ঘর থেকে সৃষ্ট আগুনে পুড়ে একই পরিবারের ৫জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (২৫), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৬)। খোকন বসাকের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী বাবলু বসাক নামে একজন জানান, আগুনের তীব্রতা বেশি ছিল। মুহুর্তেই আগুন রান্নাঘর থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারিনি। পারুয়া ইউনিয়নের চেয়ারম্যান একতেহার হোসেন জানান, রাত ১টার দিকে রান্নাঘর থেকে আগুন ধরেছে। বাড়িতে একটিই দরজা ছিল। সেই দরজার মুখে রাখা একটি সিএনজি চালিত অটোরিকশায়ও আগুন লাগে। যার কারণে খোকন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারেননি। বিষয়টি মন্ত্রী মহোদয়কে জানানে হয়েছে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ভোররাত ৪টার দিকে আগুন নেভানো হয়। এ ঘটনায় পাঁচজন মারা গেছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতাউল গনি ওসমানী। তিনি বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। প্রাথমিকভাবে মৃতদেহ সৎকার করার জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।