আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ার ৩০০ বছরের প্রাচীন বৈশাখী মেলা ঘিরে জুয়ার আসর, জনমনে ক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৫ এপ্রিল ২০২৩ ১০:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাটে ৩'শ বছরের পুরাতন বেশাখী মেলাকে ঘিরে জুয়ার জমজমাট আসর বসেছে। প্রতিবছরের ন্যায় নববর্ষের দ্বিতীয় দিনে মেলা বসেছে রাজবাড়ীকে ঘিরে। এদিন মেলায় দুপুর থেকে রাত পর্যন্ত বিছিন্নভাবে চলতে থাকে জমজমাট জুয়ার আসর। স্থানীয়রা জানান, ক্ষমতাসীন দলের কিছু নেতারা এই জুয়ার আসর বসিয়েছে। পুলিশ আসার খবরে তারা পালিয়ে গেলেও পুলিশ চলে যাওয়ার পর আবারো জুয়ার আসর বসানো হয়েছে। ঐতিহ্যবাহী এই মেলায় পুলিশী টহল জোরদার করা উচিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মেলাটি এই এলাকার ঐতিহ্য। কিন্তু ইদানীং এখানে যে হারে জুয়ার আসর বসানো হয় তা বলার অপেক্ষা রাখেনা। আগে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মেলায় আসলেও এসবের কারণে এখন তেমন মানুষ আসেনা। স্থানীয় ইউপি সদস্য মুসলিম উদ্দিন জানান, পুলিশ এসেছিল তখন জুয়ার আসর ছিল না, তবে শুনলাম আবার বসানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি জানান, সকালে আমি গিয়েছিলাম তখন জুয়ার কোন আসর ছিল না। তবে সন্ধ্যার পর জুয়ার আসর বসে থাকলে বিষয়টি দেখছি।