বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (৩১ মে) স্কুল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রাক্তন এই ছাত্র-ছাত্রীদের বরণ করে নেন। পরে বর্তমান শিক্ষার্থীদের সাথে লাইনে দাঁড়িয়ে স্কুলের প্রাত্যহিক সমাবেশে অংশ নেন তারা। দীর্ঘ ২৪ বছর পর শৈশবের প্রিয় স্কুল আঙিনায় পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। এরপর বর্তমান শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
পরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া। ৯৮ ব্যাচের ছাত্র আতিকুল আমিন সাইমনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক শিক্ষক প্রদীপ কুমার মল্লীক, মো. আক্কাস নূর, নির্মল কান্তি দাশ, দেবল কান্তি বড়ুয়া, মাওলানা সামশুদ্দিন, খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি কাউছার নূর লিটন, শিক্ষক বদিউল আলম, মো. জয়নাল আবেদীন, ৯৮ ব্যাচের শিক্ষার্থী শোয়েব হোসেন, সাবেক ছাত্র ও দাতা সদস্য আবদুল কুদ্দুছ, সুমন কান্তি দে, মো. নাছের, আজগর কালাম, সুমন কান্তি দে প্রমুখ।
৯৮ ব্যাচের ছাত্ররা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বহু বছর পর স্কুল বন্ধুদের সবাইকে একসঙ্গে পেয়ে খুবই ভালো লাগছে। যেন আবার সেই স্কুলজীবনে ফিরে গেলাম। এমন একটি আয়োজনের জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। বহু বছর পর সব বন্ধু একসঙ্গে হলাম, এই ঐক্য ধরে রেখে বিদ্যালয়ের উন্নয়নে আমরাও অংশীদার হবো।’