আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস ও জরিমানা

নুর মোহাম্মদ বাবু , কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ১১:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এছাড়া কারেন্ট জাল পাওয়া দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ২৮ জুন, মঙ্গলবার বিকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান কাপ্তাই ৪নং ইউনিয়ন  এলাকাধীন জেটিঘাট বাজারে এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেটিঘাট বাজারে রশিদিয়া স্টোরে তল্লাশি করে মোট ১২ টি ৬ হাজার  মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। অবৈধভাবে কারেন্ট জাল রাখা ও বিক্রির অভিযোগে উক্ত দোকান মালিককে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ সনের ৪ এর ক এবং দন্ডবিধি ৫ এর ২(ক) ধারা মোতাবেক একটি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলি বাজারের উন্মুক্ত স্থানে আইনের ১০ এর সি ধারা মোতাবেক জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।