"আরো উন্নত সেবার মান নিয়ে নতুন আঙ্গিকে " এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া । শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) বিকেলে দঃ রাউজানের ব্যানিজিক কেন্দ্র নোয়াপাড়ায় এই ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয় । প্রতিষ্ঠানের পরিচালক ইয়াকুব মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক ডা. সিতারা খানম, ডা. হারুন আল রশীদ, ডা. ইলিয়াছ তালুদার, ডা. রতন কান্তি ধর, মনজুর মোরশেদ, মুরাদ চৌধুরী, নুরুল আবছার, ডা. শফিউল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নোয়াপাড়া ইউপি সদস্য মো. সেকান্দর হোসেন, তপন মল্লিক, আবদুল রশিদ, ব্যবসায়ী আলহাজ্ব আবু বক্কর সওদাগরসহ ডায়াগনস্টিক সেন্টার এর সকল পরিচালক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় প্রধান অতিথি বাবুল মিয়া বলেন , সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রাকে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ সিতারা খানম জানান,এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে গড়ে তোলা হবে। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার চালু করা হয়েছে। আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে।