আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাউজানে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম কামাল উদ্দিন,রাউজান | প্রকাশের সময় : রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ ১০:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দঃ রাউজান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা- ২০২২ গত ২৫ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাউজান এর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে নবম শ্রেণির মোট ৮১৫ জন ছাত্রছাত্রীদের স্বত:স্ফূর্থ অংশ গ্রহণের মাধ্যমে উক্ত পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় কেন্দ্র্র সচিব হিসাবে দায়িত্বে ছিলেন সৈয়দ মোহাম্মদ বোরহান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, সাবেক পরিচালক এম কপিল রানা, মোঃ এহসান, সাবেক সচিব জাহিদ কাদরী, সাবেক সদস্য খ.ম জামাল উদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর উপদেষ্টা স.ম জাফর উল্লাহ, মাস্টার নুর নবী, ডাঃ ইউনুস মিঞা, মাওলানা এস এম আইয়ুব বদরী, মাওলানা আজিজুর রহমান আলকাদেরী, গশ্চি হাসানিয়া দরবারের সাজ্জাদানশীন মাওলানা মেজাম্মেল হক, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর সাবেক পরিচালক মোঃ সেকান্দরহোসেন, মাওলানা আলী আজম, সাবেক সদস্য শাহজাহান সিরাজ, কুতুব উদ্দীন, মোঃ সরোয়ার, মাওলানা মনজুর, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর পরিচালক শেখ পারভেজ, সচিব মোহাম্মদ ইসমাইল হোসাইন, সদস্য মোঃ তানভির, মোঃ সাজ্জাদ, ইসহাক, মহিউদ্দিন, মোরশেদ, হান্নান, নাফিজ, ইমতিয়াজ, সালমা আক্তার, ইমন, তিসা, আরিফ, নেজাম, হাসান, রিফাত, জুবায়ের, রাকিব প্রমুখ।