চট্টগ্রামের কর্ণফুলীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়।
পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে একই মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতামূলক যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা, সম্মাননা প্রদর্শন, নারীদের ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষদের প্রীতি ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা এন এম ইসলাম, ভাইস চেয়ারম্যান আমির আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: ফারহানা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, ওসি মোহাম্মদ জহির হোসেন প্রমুখ। এছাড়াও এসব অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।