ফটিকছড়ির পাইন্দং মুজিব শতবর্ষ আশ্রয়ণের শিশুরা নতুন বইয়ের ঘ্রাণ আর উল্লাসে মেতে উঠেছে। গত ১৬ জানুয়ারি(মঙ্গলবার) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ডলু মুজিব শতবর্ষ আশ্রয়ণ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের আমেজে কোমলমতি শিশুদের বিনামূল্যে বই তুলে দেয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এসময় তিনি বলেন, আশ্রায়নের শিশুদেরও মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের উত্তম মানুষ করার জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূলিকা রাখতে হবে। অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আশ্রায়নের শিশুরাও একদিন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ হাসানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সালাহউদ্দিন সরওয়ার, স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ, সহকারী শিক্ষক মোঃ মানিক হোসেন, জেসমিন আক্তার, ফাতেমা আক্তার চম্পা প্রমূখ।