আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রশ্নে আপস হতে পারে না

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১২:৪০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সকল অন্ধকার’ এ প্রত্যয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও নগর সেক্টর কমান্ডার্স ফোরাম স্মরণানুষ্ঠান ও সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে।  

সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণানুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, একাত্তরে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা স্বাধীনতাকে মেনে নেয়নি বিগত ৫০ বছরেও।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যা ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী ও ত্রিশ লাখ শহীদের স্বপ্ন।  

সভায় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার আইন করে স্বাধীনতা বিরোধীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস হতে পারে না।

চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, চবি শিক্ষক ড. ওমর ফারুক রাসেল, সংগঠনের জেলা ও নগর সম্পাদক মণ্ডলীর সদস্য মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাংবাদিক সুজিত দাশ, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, জসীম উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, মনোয়ার জাহান মনি, পংকজ রায়, ডা.ফজলুল হক সিদ্দিকী, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন, ডা.চন্দন দত্ত, মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, মোজাম্মেল মানিক, রাজীব চন্দ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, ফারজানা আকতার মিলা, মো. হোসেন সাদ্দাম, সোহেল ইকবাল, ইসমে আজিম আসিফ, শীলা চৌধুরী, ডা. শওকত ইমরান, আমান উল্লাহ মানিক, নয়ন মজুমদার, ইঞ্জিনিয়ার আঁচল চক্রবর্তী, সাইফুল ইসলাম, হোসেন শরীফ, ডা. কাকলী তালুকদার, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়