আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ১ হাজার ঘনফুট কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ের উপকূলীয় বনাঞ্চল থেকে কেওড়া, বাইন, গেওয়া সহ বিভিন্ন গাছ কেটে পাচারের সময় প্রায় ১ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমরআলী রাস্তার মাথা থেকে কাঠগুলো জব্দ করা করা হয়।

বনবিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের ডোমখালী বিট কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, বুধবার দুপুরে উপজেলার কমরআলী রাস্তার মাথায় কেওড়া, বাইন, গেওয়া জাতের কিছু কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ রাখার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে মিরসরাই থানা পুলিশে সহায়তায় কাঠগুলো জব্দ করা হয়। পরবর্তীতে কাঠগুলো পরিমাপ করে দেখা যায় প্রায় ১ হাজার ২ ঘনফুট। জ¦ালানি কাঠ হিসেবে যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বন আইনের ৪১, ৪২ ধারা মোতাবেক কাঠগুলো জব্দ করা হয়েছে।