আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ১১ দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ২ নভেম্বর ২০২২ ০১:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে মো. শরিফ উদ্দিন (১৫) নামে এক শিক্ষার্থী গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর গ্রামের মৃত মো. আলা উদ্দিনের কনিষ্ঠ ছেলে। এই ঘটনায় গত ১ নভেম্বর শরিফ উদ্দিনের বড় ভাই তাজ উদ্দিন মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি (নম্বর- ৩৩) করেছেন। জানা গেছে, গত ২৩ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. ফয়সাল, মো. শরিফ উদ্দিন ও আরমান। আর ২৩ অক্টোবর রাতে আরমান এবং ২৯ অক্টোবর রাতে মো. ফয়সাল বাড়ি ফিরলেও মো. শরিফ উদ্দিন এখনো বাড়ি ফিরেনি। ফিরে আসার পর নিখোঁজ হওয়ার বিষয়ে ফয়সাল আর আরমান কোন কথা বলতেছেনা। মো. শরিফ উদ্দিনের বড় ভাই মো. তাজ উদ্দিন বলেন, আমার ছোট ভাই গত ২৩ তারিখ থেকে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ফয়সাল ও আরমান নামে তার দুই সহপাঠি একসাথে নিখোঁজ হলেও তারা কয়েকদিন পর বাড়ি ফিরে এসেছে। কিন্তু আমার ছোট ভাই বাড়ি ফেরিনি। ফয়সাল ও আরমান কোথায়, কার কাছে গিয়েছিলো সে বিষয়ে জিজ্ঞেস করলে তাদের কিছু মনে নেই বলে জানিয়েছে। ফয়সালের নানা হাফিজ আহম্মদ বলেন, নিখোঁজের ৭দিন পর গত ২৯ অক্টোবর রাতে জামালের দোকান এলাকায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ফয়সালকে। তার শরীর প্রচন্ড দুর্বল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে এখন সে বাড়িতে আছে। শরীর দুর্বল থাকাতে ফয়সাল শুধু এটুকু আমাদের বলেছে যে, গত ২৩ অক্টোবর স্কুলে না গিয়ে শরিফের সাথে আরমান সহ তারা একটি প্রাইভেটকার গাড়িতে করে বারইয়ারহাট যায়। গাড়িতে উঠার পর সে অজ্ঞান হয়ে যায়। এরপর এতোদিন তারা কোথায় ছিলো, কি অবস্থায় ছিলো আর কিছু মনে নেই। মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, গত ২৩ অক্টোবর বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. ফয়সাল, মো. শরীফ উদ্দিন ও আরমান নিখোঁজ হয়। আরমান ও ফয়সাল বাড়ি ফিরে এলেও শরিফ উদ্দিন বাড়িতে আসেনি। বিষয়টি উদ্বেগের। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী মো. ফয়সাল, শরিফ উদ্দিনের পরিবার পৃথক দু’টি জিডি করেছেন থানায়। এর মধ্যে ফয়সাল ফিরে আসলেও শরিফ উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। ফিরে আসার পর ফয়সাল কিছু বলতেছেনা। কারা নিয়ে গিয়েছিলো, কোথায় ছিলো এসব কিছু তার মনে নেই বলে জানিয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করতেছি।