দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষ হয়ে কাজ করায় তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের চৌধুরী পাড়ায় এ হামলা ঘটে। আহতরা হলেন, মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) ও মাইনুল হাসান আশরাফ (৪৫)। মাইনুল হাসান আশরাফ নির্বাচনী এজেন্ট ও মঞ্জু নির্বাচনী মাঠে কর্মী হয়ে কাজ করেছিলেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্থা করছে। প্রতিনিয়ত আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আজ সকালেও হামলা চালিয়ে আমার দু’জন কর্মীকে আহত করেছে। বিষয়টি মৌখিকভাবে মিরসরাই থানার ওসিকে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’