মিরসরাইয়ে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশে হামলার জের ধরে মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডে কামরুলের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যায় মিরসরাই পৌরসভার এস রহমান আইডিয়াল স্কুলে জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে দেখে আমি বিষয়টি মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিনকে জানাই। পরবর্তীতে জামায়াতের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে। হামলার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়। এরপর শুক্রবার রাত থেকে আমি ও আমাদের নেতাকর্মীদের ধমকী দিয়ে আসছিল জামায়াত-শিবিরের নেতারা। শুক্রবার সন্ধ্যার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে মিরসরাই পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবির। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সন্ধ্যায় আমার বাড়িতে ভাঙচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এসময় বাড়িতে থাকা আমার বাবা, স্ত্রী ও চার নেতাকর্মীর উপরও হামলা করে তারা।
তিনি আরও বলেন, হামলায় আমার বাবা আমির হোসেন (৭৫), আমার স্ত্রী মর্জিনা আক্তার খালেদা (৩০), জিয়া মঞ্চ মিরসরাই পৌরসভা সভাপতি নাহিদ হোসেন, মিরসরাই পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, যুবদল কর্মী মো. জিয়াস কামাল, মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা মো. মাসুম আহত হয়েছে।
মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মো. শিহাব উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে এস রহমান আইডিয়াল স্কুলে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশে বিএনপি থেকে অনুমতি না নেওয়ার অভিযোগে যুবদল নেতা কামরুল হাসানের নেতৃত্বে আমাদের কর্মী সমাবেশে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় এক সাংবাদিকসহ আমাদের ১০ নেতা-কর্মী আহত হন। কামরুলসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে শনিবার বিকেলে মিরসরাই পৌর সদরে আমরা বিক্ষোভ মিছিল করেছি। মিছিল শেষে আমাদের নেতাকর্মীরা যার যার গন্তব্যে চলে যায়। শনিবার সন্ধ্যায় কামরুল হাসানের বাড়িতে কে বা কারা হামলা-ভাঙচুর করেছে আমার জানা নেই। শুনেছি সে নিজেই এলাকায় তার প্রতিপক্ষের লোকজনের উপর চড়াও হয়ে বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করেছে। তার প্রতিপক্ষের লোকজন হয়তো হামলা-ভাঙচুর করেছে। যা সে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে শুক্রবার বিকালে জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে হামলা-ভাঙচুরের ঘটনায় মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মো. শিহাব উদ্দিন বাদী হয়ে রবিবার (১ ডিসেম্বর) মিরসরাই থানায় মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা (নং ১) দায়ের করেছেন।