আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ১ ডিসেম্বর ২০২৪ ০৯:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বারইয়ারহাট কলেজ মাঠে বারইয়ারহাট ক্রিকেট ক্লাব (বিসিসি) আয়োজিত অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিসপন, বিসিসি আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, সদস্য সচিব মোহন দে প্রমুখ।

বিসিসি আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, সদস্য সচিব মোহন দে জানান, প্রথমবারের মতো বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশ নিয়েছে। খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় জোরারগঞ্জ ক্রীড়া একাদশ ২-০ গোলের ব্যবধানে মরহুম দেলোয়ার হোসেন ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের বাবু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।