আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড গজারিয়া বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহিদুল ইসলাম চৌধুরী। 

বিএনপি নেতা নাজমুল করিম ও মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহŸায়ক মাঈনুদ্দীন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম জাহিদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নুর হোসেন আজাদ, বদরুদ্দোজা মিয়া, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক মাষ্টার ওসমান গনি, ডা. রহমান, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহŸায়ক মো. নুর উদ্দিন, সিনিয়র যুগ্ম আহŸায়ক নিজাম উদ্দিন লিটন, শাহাদাৎ খান। 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডা. ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাহাব উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক মেজবাহ্ উল আলম পারভেজ, সাহেরখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাহেরখালী ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. শাহ্ এমরান, বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম, মো. নুর নবী, মো. গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, জাসাস নেতা মো. নোমান, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন যাদু মিয়া, সাহেরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: রাজু, ছাত্রদল নেতা ইউছুফ, জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। এখন সময় এসেছে দল গোছানোর। প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পর্যায়েও সভা করা হবে। জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।