আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে বাসের ধাক্কায় রিক্সা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ অগাস্ট ২০২২ ০৬:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় নুরুল আলম (৬০) নামে এক ব্যাটারিচালিত রিক্সা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলম ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডেও সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তারের পুরাতন বাড়ির মৃত আমির বক্সের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন উল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফেনী থেকে চট্টগ্রামমুখী স্টারলাইন পরিবহনের একটি দ্রতগামী বাস পেছন থেকে রিক্সাকে ধাক্কা দিলে চালক নুরুল আলম সড়কের পাশে ছিটকে পড়ে যান। এসময় রিক্সাটি দুমড়ে মুছড়ে যায় এবং বাসটি দ্রæত চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নুরুল আলমের ৩ ছেলে রয়েছে। দু’জন অটোরিক্সা চালায়। বৃহস্পতিবার বাদ এশা তার জানাযার সময় নির্ধারণ করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।