আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বালু বহনকারী পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বালু বোঝাই পিক-আপের ধাক্কায় মো. হাসান আল বান্না (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহাদ হোসেন অমি (২০) গুরুত্বর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে গিয়ে পিকআপটি আবার গাছের সাথে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মিঠাছরা-বামনসুন্দর সড়কের মিঠাছরা কেন্দ্রীয় ঈদগার সামনে এই দুর্ঘটনা ঘটে।

410595868_325525863728663_7294199404228935341_n

নিহত হাসান উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম  বাড়িয়াখালী গ্রামের সারেং বাড়ির মো. নিজাম উদ্দিনের বড় সন্তান। তারা দীর্ঘদিন ধরে মিরসরাই সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাবিব উল্লাহ ভূইয়াঁ বাড়ির নজরুলের বাসায় ভাড়া থাকতেন। আহত অমি মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মোহছেনা আক্তারের ছেলে।

হাসান মিরসরাই ডিগ্রী কলেজে ব্যবসায় শিক্ষা ডিপার্টমেন্টে ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থী ও অমি চট্টগ্রাম মহসিন কলেজে ব্যবসায় শিক্ষা ডিপার্টমেন্টে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

মিরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ আনোয়ার জানান, বালু বহনকারী একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে হাসান নিহত হয়। আহত অমিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় অমিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পিকআপ গাড়িটি কিছু দূর গিয়ে আবার গাছের সাথে ধাক্কা দেয়। এসময় চালক পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. হিমাদ্রী চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত অমিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা গুরুত্বর।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। পিকআপটি আটক করা হয়েছে। চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে।