মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে জসিম উদ্দিন (৩২) এবং মো. আব্দুল্লাহ (২০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার হাদিফকিরহাটের পাশ্ববর্তী গাছবাড়িয়া এলাকা এবং রাতে মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার লোহালিয়া এলাকার আলতাফ হোসেনের ছেলে জসিম উদ্দিন এবং অন্যজন টেকনাফ থানার লেংগুর বিল এলাকার ইয়াহিয়া পুত্র আব্দুল্লাহ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে হাদিফকিরহাটের নিকটবর্তী গাছবাড়িয়া এলাকায় রনি রানা বাস থেকে জসিম উদ্দিনকে ১৩’শ পিস ইয়াবা এবং রাতে মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ কে ১২’শ ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তিনি আরো বলেন, আব্দুল্লাহ পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবার বিষয়টি প্রথমে অস্বীকার করেন। এরপর একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সরে করলে তার পেট থেকে ইয়াবা দেখা যায়। পরে পায়ু পথ দিয়ে ইয়াবাগুলো বের করা হয়। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।