আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে পূজার নিরাপত্তায় প্রতিটি মন্দিরে থাকবে জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবকরা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ০৭:৫৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সনাতন ধর্ম্বালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় মিরসরাইয়ে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবকরা।

মিরসরাই উপজেলায় এবার ৯০ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে ২০জন করে স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন।

মঙ্গলবার (৮অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন মানিক, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাপ্পি, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, পশ্চিম মলিয়াইশ মাতৃমন্দির পূজা উদযাপন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী কানু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ- সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু ও মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম এফ রহমান সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন বলেন, শারদীয় দূর্গাপূজায় প্রতিটি মন্দিরের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে৷ প্রতিটি মন্দিরে ২০ জন সদস্য শিডিউল করে দায়িত্ব পালন করবেন। নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।