আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ১ জানুয়ারী ২০২৪ ০৭:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বছরের প্রথমদিন নতুন বই পেয়ে উচ্ছাসিত ছাত্র-ছাত্রীরা। সোমবার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দিন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন (ইউএনও) জানান, ২০২৪ সালের প্রথমদিন এই উপজেলায় ছাত্রছাত্রীদের নতুন বই বিতরণ করা হয়েছে। প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৮ হাজার ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ হাজার ৪৬৫জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।