আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ আবদুল্লাহ আল আমিন, লেফটেন্যান্ট ইফতিয়াক, মিরসরাই থানার উপ-পরিদর্শক আল আমিন, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আরিফ হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক অনির্বান চৌধুরী রাজিব, সাবেক সভাপতি সুভাষ সরকার, সদস্য সচিব মোহন দে প্রমুখ।  

এসময় উপজেলার ৯০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। দুর্গাপূজায় মহাসড়কের পাশ্ববর্তী মন্দিরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।