আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা

মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ পর্যটক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ২৮ জুন ২০২৩ ০১:২০:০০ পূর্বাহ্ন | জাতীয়

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫জন পর্যটককে উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থী সোনাইছড়ি ঝরনা দেখতে এসে আটকে পড়ে। জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পাহাড়ের গহীন থেকে তাদের উদ্বার করা হয়।

ঝরনায় আটকে যাওয়া পর্যটকরা হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী, সৌম্য বিশ^াস, অর্ণব দাশ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর শিক্ষার্থী মাইশা, ঐশী, দিবা, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) এর শিক্ষার্থী রাজদীপ, দেব জ্যোতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর শিক্ষার্থী জুঁই, অদ্বিতীয়া, ঢাকা বিশ^বিদ্যালয় এর শিক্ষার্থী পুনম বড়ুয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর শিক্ষার্থী অঙ্কন দাশ, নীলাঞ্জনা, খুলনা কৃষি বিশ^বিদ্যালয় এর শিক্ষার্থী সৌমিক, গ্রীণ হেরাল্ড স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী অর্পা চৌধুরী। 

বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যায়। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্টসাধ্য হয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধারে সহায়তা করে।

তিনি আরো বলেন, আমরা এসএসসিতে সবাই চট্টগ্রাম নগরীর এলাকার সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলাম। ঈদের ছুটিতে বাড়িতে এসে সকল বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যাওয়ার পরিকল্পনা করি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে এসে মঙ্গলবার দুপুরে অঝোরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহীনে আটকে পড়ে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী। এসময় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে মিরসরাই থানা পুলিশের সহযোগীতা নেয় তারা। পরবর্তীতে মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবারের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।