আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখার ২০২৫-২০২৬ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভা জামায়াত কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে থানা শুরার সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য গঠিত কমিটির নির্বাচিতরা হলেন- জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমদ, সেক্রেটারি মাঈন উদ্দিন, সহ-সেক্রেটারি আনোয়ার হোসাইন, বায়তুল মাল, প্রচার মিডিয়া ও তথ্য সম্পাদক আব্দুল গফুর, পেশাজীবি সম্পাদক ফারুক, সমাজসেবা সম্পাদক জসিম উদ্দিন, শ্রম বিভাগ আবু তাহের, যুব বিভাগ, শিল্প ও বাণিজ্য নুরুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষা সাহিত্য আরিফুর রহমান, অফিস ও প্রকাশনা সম্পাদক মুসলিম উদ্দিন।