আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে চুরি হওয়া স্বর্ণ ও নগদ টাকা সহ দোকান কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ০৮:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে জুয়েলারী দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও এক লক্ষ তেইশ হাজার টাকা সহ নিউটন ধর (২৯) নামের দোকানের কর্মচারীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার বারইয়ারহাট বাজারে আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামক জুয়েলারী দোকানে নিউটন ধর কর্মচারী ছিলো। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে। গত ২৭ আগস্ট রাতে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা আত্মসাৎ করে নিউটন পালিয়ে যায়। পরে জুয়েলারী দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করলে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানাধীন প্রত্যন্ত পাহাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকায় আসামীর শশুর বাড়ি থেকে চুরি হওয়া ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও এক লক্ষ তেইশ হাজার টাকা উদ্ধার করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামী নিউটন ধরকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ তেইশ হাজার টাকা তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারে দাম আনুমানিক ১৪ লক্ষ টাকা। আত্মসাতের অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী নিউটনকে আদালতে সোর্পদ করা হয়েছে।