মিরসরাইয়ে গৃহবধু সাদিয়া আক্তার (১৯) কে হত্যার অভিযোগে চারজনকে আসামী করে মামলা করেছে তারা বাবা মো. খান সাব। মঙ্গলবার (১ নভেম্বর) মিরসরাই থানায় দায়েরকৃত মামলা (নং-১৫) আসামীরা হলো- স্বামী তাজুল ইসলাম রুবেল, শাশুড়ী-নুর বানু ও তার দুই ননদ জাহানারা আক্তার ও শিরিন আক্তার। এঘটনায় তাজুল ইসলাম রুবেলকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে সাদিয়া আক্তারের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেল ৪ টায় সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাজীপাড়া এলাকার আলমগীর মেম্বার বাড়িতে জানাযা ও দাপন সম্পন্ন হয়েছে। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ বলেন, সাদিয়া আক্তারের পিতা মো. খানসাব বাদী হয়ে তার স্বামী, শাশুড়ী ও দুই ননদকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী তাজুল ইসলাম রুবেলকে আদালতে হাজির করার পর কারাগারে প্রেরণ করেছেন। তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। ঘটনার পর থেকে তার শাশুড়ী ও দুই ননদ পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এর আগে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনীয়া আমবাড়িয়া এলাকা থেকে সাদিয়া আক্তার (১৯) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। সে ওই গ্রামের সিরাজুল হকের ছেলে তাজুল ইসলাম রুবেলের স্ত্রী। সাদিয়া আক্তারের পরিবারের দাবী যৌতুকের টাকা না দেওয়াতে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় স্বামী, শাশুড়ী ও ননদ’রা। ঘটনার পর থেকে তার শাশুড়ী ও দুই ননদ পলাতক রয়েছে।