মিরসরাইয়ে অল প্রফেশনাল সার্ভিসেস (এপিএস) এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ৭ জানুয়ারি) সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের কলেজ রোড়ে, পৌরসভার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে কার্যালয়ের অনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রতিষ্ঠানের উপদেষ্টা নিজামপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক হায়দার হাসান মাহমুদ, কেডিএস গার্মেন্টস ডিভিশনের সাবেক সিএফও কামরুল হাসান এফসিএ, ট্যাক্স এন্ড কোম্পানি ল এডভাইজার মো. মনজুর কাদের চৌধুরী, প্রতিষ্ঠানের পরিচালক জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সহকারি পরিচালক মো. নুরুল হুদা, এম এ হাশেম চৌধুরী, মো. নুর উদ্দিন জাহেদ, এডভোকেট সাহাদাত হোসেন, মো. নাজমুল হাসান, মিরসরাই ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডাঃ আহমেদ মঈনুল ইসলাম, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক জসিম উদ্দিন, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ। জানা গেছে, এপিএস জায়গা-জমি সংক্রান্ত মানুষকে লিগ্যাল/আইনি সেবা, কর্পোরেট আয়কর ও ভ্যাট ও সংক্রান্ত, কর্পোরেট একাউন্টস এন্ড অডিট, কর্পোরেট কোম্পানী গঠন ও কর্পোরেট লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করবেন।