আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে অবৈধ পাহাড়ি বালু সহ ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ২৪ নভেম্বর ২০২১ ০৭:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ ২’শ ফুট বালু আটক করেছে বন কর্মকর্তরা। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ডাম্পার স্টেশনের সামনে থেকে বালু ভর্তি ট্রাক আটক করা হয়। এসময় বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ এর সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান নির্দেশে, রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দীন এলাহী ও স্টেশন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই বালু ও ট্রাক জব্দ করা হয়। 

স্টেশন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিন জানান, বুধবার দুপুরে কয়লা ছড়া সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করে একটি ট্রাকে (নং ফেনী শ ১১-০৩৮৪) নিয়ে যাচ্ছিলো। আমরা যাওয়ার খবর পেয়ে ডাম্পার স্টেশনের সামনে বালু ভর্তি ট্রাক রেখে চালক-হেলপার পালিয়ে যায়। পরিমান করে দেখি ট্রাকে ২শ ফুট বালু রয়েছে। যার বর্তমান মূল্য ৮০ হাজার টাকা। ট্রাক সহ বালু আটকের ঘটনায় একটি মামলা (নং ইউডিওআর ১৭/কেবিএস অব ২০১-২২) দায়ের করা হয়েছে।