আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০৮:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন অফিস থেকে ২ কিলোমিটার দূরত্বে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো ওই এলাকার অনিল দাশের নতুন বাড়ির অনিল দাশের পুত্র খোকন চন্দ্র দাশ ও রতন চন্দ্র দাশ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রতন চন্দ্র দাশ বলেন, মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থল প্রায় ২ কিলোমিটারের মধ্যে। যেখানে আসতে সময় লাগে বেশী হলে ৩০ মিনিট। অথচ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে ১ ঘন্টা পর। তারা সঠিক সময়ে ঘটনাস্থলে আসলে আমাদের ঘর কিছুটা হলেও রক্ষা করা যেতো। ফায়ার সার্ভিসের অবহেলার কারণে শরীরের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। এতে আমাদের নগদ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা মো. আজাদ বলেন, বুধবার রাতে রতন চন্দ্র দাশের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে ৯৯৯ ফোন দিয়ে মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা সময়মতো না আসায় পরিবারগুলো শরীরের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। 

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থল আমাদের অফিসের কাছাকাছি হলেও কিন্তু রাতের বেলায় রং সাইডে গাড়ি চালানো খুবই রিস্কি। তাই মহাসড়কের ইউটার্ন শেষ করে ঘটনাস্থলে যেতে একটু সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তনাধীন।