পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে লাখো ভক্তের সমাবেশ ঘটেছে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। সোমবার (১৬সেপ্টেম্বর) মাইজভান্ডার শাহী মাঠে আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবেশে গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা শাহ সুফী সৈয়দ মুজিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারী ১২ রবিউল আউয়ালের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘মানুষকে আলোর পথ দেখানোর জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, নবী মুহাম্মদ (সা.)কে এই বিশ্বের জমিনে পাঠিয়েছিলেন। আমরা আল্লাহকে পেলাম, আল্লাহর কোরআনকে পেলাম, সুন্নাহ পেলাম এবং আমরা যে ইনসান আমরা যে মানুষ, সেটার পরিচয় আমরা পেলাম এবং কোরআন সুন্নাহভিত্তিক একটা জীবনের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার পথ আমরা পেয়ে গেলাম।
এর আগে দীর্ঘ ৭ বছর পর গাউছুল আজম শাহ সুফী সৈয়দ গোলামুর রহমান আল্-হাচানী আল্-মাইজভাণ্ডারী প্রকাশ- বাবা ভান্ডারী (কঃ) কেবলার রওজা শরীফ পুনঃনির্মাণ কাজ শেষে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
কোরআন সুন্নাহর বয়ান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে রাতে আখেরী মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী।