মাদরাসা আলী বিন আবি তালেব (রা.) (নূরানী মডেল মাদরাসা) এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১ মার্চ) বিকালে শহরের পূর্ব পাহাড়তলী (ইছুলুরঘোনা) মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মুরাদ আনাচ। প্রধান মেহমান ছিলেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল খালেক নেজামী। প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ইউছুফ আলী মক্কীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আবদুর রহমান জিহাদি, বৃহত্তর পাহাড়তলী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজিম সওদাগর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, সমাজ সেবক নুরুল আক্কাস পাশা, শামসুল আলম কন্ট্রাক্টর, মাস্টার রফিকুল ইসলাম, নুর বক্স কন্ট্রাক্টর, শেখ আহমদ সওদাগর, আলহাজ্ব আজিজুল হক, ওসমান সরওয়ার টিপু, আরিফুল ইসলাম, ছিদ্দিক আহমদ। গত ২৫ ফেব্রুয়ারি থেকে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ শেষে মাদরাসার উন্নতি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান জিহাদি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ইউছুফ আলী মক্কী।