আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
সাতকানিয়ায় যুব উন্নয়নের অনুষ্ঠানে ইউএনও মিল্টন বিশ্বাস

মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বের জন্য অভিশাপ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করতে প্রথমে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হবে। এজন্য স্মার্ট জনশক্তি দরকার। এ লক্ষ্যে সরকারের পরিকল্পনা অনুযায়ী এসডিজি বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে গ্রামের যুবকদের দক্ষ ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা চালাচ্ছেন সরকার। এখন টার্গেট পূরণের প্রধান বাঁধা সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ। যা সমাজ, রাষ্ট্র ও সারা বিশ্বের জন্য অভিশাপ।

ইউএনও গতকাল (বুধবার) সাতকানিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথা বলেন। 

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, অসামাজিক কাজ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। আর কিশোর গ্যাং হচ্ছে সমাজের জন্য হুমকি স্বরূপ। এ জন্য তাদের (কিশোরগ্যাং) মানসিক সাপোর্ট ও সচেতন করতে ক্রিড়া ও সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অপরদিকে মোবাইল আসক্তি থেকে নিজের সন্তানকে দূরে রাখতে গুরুত্বারোপ করেন ইউএনও। 

সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ—পরিচালক প্রজেষ কুমার সাহা’র সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শেলী রানী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) আ.ন.ম সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,  ইউআরসির ইনস্ট্রাক্টর মঈন উদ্দিন ও সাতকানিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর আফরোজা আক্তার শারমিন।