আজ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

মাদক ব্যবসার সাথে জড়িত প্রতিবন্ধি আরাফাত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ ০৪:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

শারিরীক অক্ষমতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে প্রতিবন্ধি নজরুল ইসলাম আরাফাত (৩৫)। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১৪০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে মিরসরাই থানা পুলিশ। সে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তারঁ বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলা সহ ৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাঁধন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে প্রতিবন্ধিকে নজরুল ইসলাম আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাঁধে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাসী করে নীল রংয়ের এয়ারটাইপ পলিপ্যাকে ২০০ পিস করে সাতটি পেকেট থেকে ১৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, চট্টগ্রামের পাহাড়তলি থেকে ইয়াবাগুলো নিয়ে মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক কারবারি এমরান হোসেনের কাছে নিয়ে যাচ্ছিলো। তারঁ বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলা সহ ৫টি মামলা রয়েছে। ইয়াবা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।