আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালীতে পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-১০

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ০৬:৩৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালীতে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বহু অপকর্মের হোতা কালারমারছড়া ইউনিয়নের কথিত যুবলীগ নেতা আব্বাস হোসেন,প্রতারণা মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজিয়া বেগম,মোঃ সালা উদ্দিন নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ১০ আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানার পুলিশ।  থানা সূত্রেজানা যায়-

মহেশখালী থানার (ওসি) মোঃ কাইছার হামিদের  নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী(পিপিএম)এসআই আল আমিন,এসআই ফরাজুল,এসআই রাইটন দাশ,এসআই সাজ্জাদ হোসেন,এএসআই এমদাদ হোসেন,এএসআই এজাহার সঙ্গীয় ফোর্সসহ ১২ই নভেম্বর  গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই সময় জিআর-৮০/১৯(মাদক) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের মুহুরীর ডেইল এলাকার মৃত নুরুল আফছারের পুত্র মোঃ সালা উদ্দিন (৩৫)।

 

সিআর-৩৭/১৮(প্রতারণা) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হোয়ানক ইউনিয়নের কালা গাজী পাড়ার এলাকার মৃত জয়নাল হোসেন এর স্ত্রী রাজিয়া বেগম(৪৫)।

 

জিআর-২১৬/১৫ মামলার আসামী কালারমারছড়া ইউনিয়নের জনৈক জালাল আহমদ এর পুত্র  হাসান নুর(৩০)। আঁধারঘোনা এলাকার জিআর-১৭/১৪ মামলাট আসামী আব্দু সাত্তারের পুত্র মোঃ সুমন(২৬)।

 

কালারমারছড়া ইউনিয়নের কথিত যুবলীগ নেতা মোঃ আমিনের পুত্র  জিআর-১২৩/২৩ মামলার আসামী আব্বাস হোসেন(৪৫)।

 

হোয়ানক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার আব্দু রহমানের পুত্র নারী শিশু-৯১/২০ মামলার আসামী আঃ রহিম(৩৫)।

 

মহেশখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ড গোরকঘাটা এলাকার বর্মাইয়া নুরুল ইসলামের পুত্র সিআর-১৩১/২২ মামলার আসামী আইয়ুব ড্রাইভার(৪২)।

 

বড় মহেশখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের পুত্র সিআর-৪১৩/২৩ মামলার আসামী মোঃ হানিফ(৩০)।জিআর-২০৯/২৪ মামলার আসামী আবুল বশরের পুত্র  মোঃ ইসহাক (৪০)।সিআর-৪১৩/২৩ মামলার আসামী মৃত আলী হোসেনের পুত্র ফজল আহমদ(৪৫) দের গ্রেপ্তার করে।

 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক  বিশেষ অভিযান চলমান থাকবে।