মহেশখালীতে দূনীর্তি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দূনীর্তি প্রতিরোধ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ই ডিসেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চত্রুবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমা। উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী, সবুজ কুমার দে, মহেশখালী উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল,বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ, মহেশখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল আলম, দূনীর্তি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাজেশ খান্না শর্মা, মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন ,গোরাকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন, মহেশখালী থানার এসআই রোকন উদ্দিন, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ব্রজ গোপাল ঘোষ,
মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ, মহেশখালী পৌর কমিশনার প্রীতি কনা শর্মা, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক মাহাবুব রোকন,আমিনুল হক, সরওয়ার কামাল প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের ভূয়সী প্রশংসা করেন। মহেশখালী হতে দুর্নীতি প্রতিরোধে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।