চট্টগ্রামের ফটিকছড়ি-খাগড়াছড়ি মহাসড়কের পাশে পলিথিন ও কাঁথায় মোড়ানো নবজাতকের বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। ৩ মার্চ(শুক্রবার) সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে মন্ডলপুকুর পাড় কবরস্থান এলাকা থেকে লাশটি দেখতে পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশের কবরস্থানে এ নবজাতকের লাশটি দেখতে পান পথচারীরা। ধারণা করা হচ্ছে, দিনের কোন এক সময়ে নবজাতকটি কে বা কারা ওই স্থানে রেখে যায়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ফটিকছড়ি থানা পুলিশ ও গাউসিয়া কমিটির সদস্যরা পৌছায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮.৩০টা) নবজাতকের লাশটি ঘটনাস্থলে রয়েছে। ২/৩ দিন বয়সের লাশটি উদ্ধার করতে এসে ফটিকছড়ি থানার উপ পরিদর্শক ইকবাল হোসেন ভুঁইয়া জানান, লাশের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা যা সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গাউছিয়া কমিটির খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী বৃহত্তর সমাজ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুবেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। থানা পুলিশের অনুমতি সাপেক্ষে লাশটি দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।
আকস্মিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।