আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর রাজাভূবনে বিক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৩ জুন ২০২২ ০৭:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মহানবী হযরত মোহাম্মাদ (সা.) ও তার পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর রাজাভূবনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেলে রাজাভূবন সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যেখানে অংশ নিয়েছেন  কয়েকহাজার নবীপ্রেমি মুসলিম জনসাধারণ। 

 

মিছিলটি রুখনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে রাজারহাট বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রাজারহাট সিএনজি স্টেশন মোড়ে এসে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে বক্তব্য দেন ফুলবাগিচা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য মুসলিম উদ্দিন শিকদার, রুখনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি হাবিবুল্লাহ, সহকারী পরিচালক মাওলানা মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক আজিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর) ছাত্রসেনার সভাপতি মো. জয়নাল আবেদীন, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য মো. কাদের মাস্টার, মো. জুনাইদ বিন ইব্রাহিম , মো. সাইফুল ইসলাম, মাওলানা জমির, মাওলানা আবদুল খালেক, রায়হান মোস্তফা,মো. জুবায়ের, মো. জাহেদুল ইসলাম, মো. জামশেদ। 

 

বক্তারা বলেন, ভারতীয় বিজেপি নেতা নুপুর শর্মা ও নাভিন জিন্দাল বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অমার্জনীয় অপরাধ করেছেন। অনতি বিলম্বে তাদের গ্রেফতার করে এই ধর্মান্ধকে ফাসি দিতে হবে। মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য করে সকল মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলমানদের ভারতীয় সকল পন্য বর্জণ করতে হবে। কোন মুসলমান আর ভারতীয় পন্য ব্যবহার করবে না। রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর জন্য বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।