সোশ্যাল ওয়ার্কে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লুমিং স্টারের জেনারেল সেক্রেটারি ও বিশিষ্ট সংগঠক লায়ন অ্যাড. মোহাম্মদ হাসান আলী। গত মঙ্গলবার ভারতের কলকাতায় রোটারী সদন অডিটোরিয়ামে ভারত–বাংলাদেশ সম্প্রীতি উৎসব অনুষ্ঠানে লায়ন অ্যাড. মোহাম্মদ হাসান আলীকে এই স্বীকৃতি দেওয়া হয়। সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মোহাম্মদ হাসান আলীর হাতে সম্মাননা পদক তুলে দেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শ্রী স্নেহাশীষ সুর ও পশ্চিমবঙ্গের লোকসভার বিধায়ক প্রফেসর ডা. মমতাজ সংঘমিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলা ও বাঙ্গালীবাদীর ডা. পার্থ সারথী মুখার্জী প্রমুখ। পুরস্কার পেয়ে মোহাম্মদ হাসান আলী বলেন, 'ভাষার মাসের শেষ দিনে ও উত্তাল মার্চের প্রথম প্রহরের উষালগ্নে এখানে এসে এই সম্মান প্রাপ্তির মাধ্যমে এক অনন্য অর্জন হয়েছে আমার। এই অর্জনে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ।’