আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মরিচের গুড়ায় ইট ও রং মিশ্রণ, মিল মালিককে কারাদন্ড

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ ১০:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে মরিচের গুড়ার সাথে ইটের গুঁড়া ও রং মিশ্রণ করার দায়ে মোঃ ফারুক (৪৫) নামে এক মিল (কারখানা) মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রেজিষ্টেশনবিহীন গাড়ী চালানোর অপরাধে মোঃ রাশেদ ও রমজান আলী নামে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের কে.এম.টেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এ দন্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এরপূর্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছার সাথেই মরিচ গুঁড়ার সঙ্গে ইট ও রং মিশ্রণ মিল মালিক জনৈক আক্কাছ সটকে পড়ে। জানা যায়, অর্ডারকারী আক্কাছ এ মরিচ গুঁড়া প্যাকেটজাত করে পার্শ্ববর্তী মানিকছড়ি উপজেলায় উপজাতি অধ্যুষিত এলাকায় বিক্রি করে আসছিল। এ গুলো খেলে কিডনী এবং কলিজা ডেমেজ হয়ে যায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং মানুষের জীবন ও স্বাস্থ্য হানিকর কর্মকান্ডের বিরুদ্ধে মোবাইল কোর্টের ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও ত্রী হুইলার সহ অন্যান্য অনুমোদন বিহীন যানবাহন এবং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে চলমান অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।