ফটিকছড়ির ভূজপুর অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মোয়াজ্জিন পাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে দিনমজুর মোঃ হারুনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোঃ হারুনের চুলার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এরপূর্বে হারুনের সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দিনমজুর মোঃ হারুন জানান, আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বলটুকু পুড়ে তারা এখন নিঃস্ব। স্থানীয় ইউপি সদস্য লোকমান সত্যতা নিশ্চিত করে বলেন, সহায়-সম্বলহীন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে প্রশাসনসহ এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গদের এগিয়ে আসা উচিত।