আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

ব্যস্ত সড়কে ব্যারিকেড দিয়ে ফুটওভার ব্রিজ এর দাবি, সড়কে তীব্র যানজট সৃষ্টি

মোহাম্মদ সোহেল রানা : | প্রকাশের সময় : রবিবার ৩০ জুন ২০২৪ ০২:২৮:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

২৭ জুন দিনটি সপ্তাহের শেষ কর্ম দিবসের দিন বৃহস্পতিবার সকলেই ব্যস্ত ফিরে যেতে নিজ নিজ বাড়িতে। ঠিক সেই মুহূর্তেই তীব্র ব্যস্ত সড়কে 

লালখান বাজার, ইস্পাহানির মোড়ে ব্যারিকেড দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি। ব্যস্ত সড়কে অবস্থান ধর্মঘটের নেতৃত্ব ছিলেন লালখান বাজার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, সাথে  ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন উপস্থিত থেকে এ দাবির প্রতি সমর্থন ঘোষণা করেন।

আন্দোলনকারীরা বলেন লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়টি নগরীর  অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা, যার দরুন পথচারীদের রাস্তা পারাপারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ হয়ে উঠেছে বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের জন্য, এ স্থান 

দিয়ে রাস্তা পারাপার হতে হয় প্রতিদিন শত শত

স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী হাজার হাজার মানুষকে। 

নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আখতারুজ্জমান চৌধুরী ফ্লাইওভার ও নগরীর প্রধান হাইওয়ে,  সিডিএ এভিনিউ, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম এয়ারপোর্ট সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের অন্যতম সংযোগস্থল  হওয়ায় প্রতিনিয়ত বিপুল সংখ্যক ভারী যানবাহন সহ চট্টগ্রাম বন্দর হতে আগত অধিকাংশ পণ্যবাহী কন্টেইনার লং-ট্রেইলর এর মতো ভারী

যানবাহন চলাচল করে এই লালখান বাজার,ইস্পাহানি মোড় সড়ক দিয়ে, সেই সাথে হোটেল রেডিসন ব্লু, চিটাগাং ক্লাব, 

বাটালি হিল ম্যাজিস্ট্রেট কলোনী, কাজীরদেউরি, ওয়াসা, মতিঝর্ণা, চাঁনমারি রোড, হাইলেবেল রোড় সড়কের মূল সংযোগস্থল হওয়ায় প্রতিনিয়ত বিপুলসংখ্যক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ শ্রমজীবী চাকরিজীবী বিভিন্ন শ্রেণীর পেশাজীবী  পারাপার হয়ে থাকেন এই ব্যস্ত সড়ক দিয়ে । ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পারাপারে প্রায় এই স্থানে ঘটে ভয়াবহ  দুর্ঘটনা। আর কোন দুর্ঘটনা হলেই  এই স্থানে সৃষ্টি হয় তীব্র যানজটের। এছাড়াও সকালবেলা অফিসের সময়ে ও বিকেলবেলা অফিস ছুটি সময় সৃষ্ট  হয় তীব্র যানজটের। 

আন্দোলনের মূল বক্তাগণ সহ লালখান বাজার, হাই লেভেল রোড, মতিজঝর্না, চাঁনমারি রোড, 

বাঘঘোনার বাসিন্দারা সহ শত শত ব্যবসায়ী পেশাজীবী ও শ্রমজীবী স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে। 

বক্তাগণ সহ সকলেরই দাবী নগরীর অন্যতম ব্যস্ততম লালখান বাজার, ইস্পাহানির মোড়ে ঝুঁকিমুক্ত নিরাপদ পথচারী পারাপারে জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল বলেন আমরা ব্যক্তি স্বার্থে এই আন্দোলন করছি না, আমাদের এই আন্দোলন শত শত কোমলমতি স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীরা ও সাধারণ পথচারীরা যেন নিরাপদে  সুস্থ ভাবে সড়ক পারাপার করতে পারে, যাতে ভবিষ্যতে আর কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কোন পরিবাররের প্রিয় মানুষটাকে যেন হারাতে না হয়, হারতে না হয় যেন কোন অঙ্গ-প্রত্যঙ্গ। 

কাউন্সিলর আবুল হাসনাত বেলাল আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভায় সিটি মেয়র রেজাউল করিমের উপস্থিতিতে  এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেছিলেন, লালখান বাজার,ইস্পাহানি মোড়ে  ফুট ওভার ব্রিজ করে দেওয়া হবে। সিডিএ এর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সিটি মেয়রের কাছে গিয়ে বলে এসেছিলেন লালখান বাজার মোড়ে  সিডিএ এর পক্ষ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার আগে ফুট ওভার ব্রিজ করে দেওয়া হবে। আর তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লালখান বাজারে  ফুটওভার ব্রিজ করার পরিকল্পনা গ্রহণ করেননি।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর প্রকল্পের দায়িত্বে থাকা বিশেষ ব্যক্তিরা  এখন আমাদেরকে বলছে  ফুট ওভার ব্রিজ করা হবে না। প্রকল্পের মধ্যে ফুট ওভার ব্রিজ নেই।  তাই আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।  ফুট ওভার ব্রিজ না করা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।  প্রায় দুই ঘন্টা আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখলে সে সময় লালখান বাজার,ইস্পাহানির মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এমন অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ  ইউনুছ ১৪ নং ওয়ার্ড় কাউন্সিলর আবুল হাসনাত বেলালকে

মুঠোফোনে ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হলে তাদের আন্দোলনের 

কর্মসূচি স্থগিত করা হয়।



সবচেয়ে জনপ্রিয়