আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
আ'লীগের সভাপতির বোনসহ তিনজন গ্রেপ্তার

বোয়ালখালীতে স্কুলের জায়গা নিয়ে মারামারিতে বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ মে ২০২৪ ০৪:৫৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের বোয়ালখালী  উপজেলার পূর্ব কধুরখীল ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনায় আইয়ুব রেজা (৬৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টার দিকে কধুরখীল  ইমাম নগর এলাকায়  এ ঘটনা ঘটেছে।  আইয়ুব রেজা উপজেলার পূর্ব কধুরখীল নাজির দিঘির পাড় এলাকার কুদ্দুছ চেয়ারম্যান বাড়ির আবদুল কুদ্দুছের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে বদরুদ্দোজা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে আরো অঙ্গাত৭/৮জনকে আসামি করা হয়েছে। 

থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রওশন আরা বেগম(৪৮), মো আবু তালেব (৫২) ও দোস্ত মোহাম্মদ। 

গ্রেপ্তারকৃত রওশন আরা বেগম উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর ছোট বোন। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও।

 

মামলার এজাহারে জানা যায়,  বিরোধীয় জায়গা  জবর দখল করতে গেলে বাদীর চাচাতো বোন সুফিয়া (২৫) বাধা দিতে গেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আরা বেগমের পরিবারের বাকবিতার  একপর্যায়ে তাকে মারধর শুরু করে খবর পেয়ে নিহত আইয়ুব রেজা ও তার স্ত্রী ইসরাত জাহান তাকে উদ্ধার করতে গেলে বিবাদীরা আইয়ুব রেজাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আইয়ুব রেজা  মাথার পিছনে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন।

তার পরিবারের লোকজন তাকে আহত আবস্থায় উদ্ধার করে  আহত সুফিয়াকেসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে  হাসপাতালের কতব্যরত চিকিৎসক  আইয়ুব রেজাকে মৃত ঘোষণা করেন।  

 

মো.বদরুদ্দৌজা বলেন, ‘কোনো প্রকার কাগজপত্র ছাড়াই আমাদের জায়গা পরিমাপ করতে এসেছিলেন গোমদ-ী ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার কাজল মিয়া। সাথে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রওশন আরা বেগম ও তার স্বামী মো. তালেবসহ বেশ কয়েকজন। তাদের বাধা দিলে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার বাবা (আইয়ুব রেজা) মারা যান। 

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আরা বেগম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে সার্ভেয়ার কাজল মিয়া বিকেল ৩টার দিকে বিদ্যালয়ে আসেন। এ সময় আইয়ুব রেজার ছেলে বদরুদ্দৌজা, আজমের ছেলে ইফতেখার, হারুণের স্ত্রী সুফিয়া উপস্থিত হয়ে আমাদের মারধর করেছে। আমরা আহত হয়েছি।’ 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।  প্রকৃত ঘটনা জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়না তদন্তের প্রতিবেদন পেলে বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।



সবচেয়ে জনপ্রিয়