আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালখালীতে সংশয়ে নৌকার প্রার্থী

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ০৪:১২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে সংশয়ে আছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী । তার বিরুদ্ধে প্রতিদ্ব›দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মান্নান নানা অপপ্রচার চালানোর কারণে এ সংশয় প্রকাশ করেছেন মুনছুর আহমদ বাবুল। হামিদুল হক মান্নান তার ব্যক্তিগত আশংকা থেকে গুম হওয়াসহ  উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা  অভিযোগ তুলে অপপ্রচার  চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নির্বাচনের মাঠে তাকে ঘায়েল করতে প্রবাগন্ডা ছড়িয়ে বর্তমান চেয়ারম্যান মান্নান মানুষকে বিভান্ত করে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে তার অভিযোগ।

আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মুনছুর আহমদ বাবুল  স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  এসব কথা বলেন। 

 

এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ৯বার তাকে হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। এখনো শরীরের বিভিন্ন অংশে তার ক্ষত চিহৃ বয়ে বেড়াচ্ছেন তিনি। কড়লডেঙ্গা  নিয়ে ভাবার সময় এসে গেছে জানিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল বলেছেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। অনুন্নত এ পাহাড়ি অঞ্চলকে যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতে উন্নয়ন করা গেলে দেশ অর্থনৈতিকভাবে সম্বৃদ্ধ হবে। 

এ সময় তিনি বলেন, অনুন্নত এ জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের সুযোগ সুবিধা পৌঁছাতে হলে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থী পরাজয়ের ভয়ে অপপ্রচারে মেতেছেন। এসব অপপ্রচারে কান না দিয়ে এলাকার উন্নয়নের কথা ভেবে নৌকায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি আরো বলেন, ১৯৯২ সালে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এলাকাবাসী। চেয়ারম্যান থাকালীন সময়ে ইউনিয়নবাসীর সামাজিক নিরাপত্তাসহ সকলপ্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন। এর পরবর্তী সময়ে এ ইউনিয়নে কি যে নাজুক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এলাকাবাসী জানেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে সমর্থন করতেন বলে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন ।  প্রতিটি নির্বাচনে  ইউনিয়নে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন তিনি। 

প্রতিপক্ষের গুজবে কান না দিয়ে সন্ত্রাস, মাদক ও রোহিঙ্গামুক্ত ইউনিয়ন গড়তে নির্বাচনে তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকারবাসির সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন রিপন, সহ-সভাপতি শফিউল আজম ও কুমকুম দাশ।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়