চট্টগ্রামে বোয়ালখালীর জৈষ্টপুরা পাহাড়ের ৬ একর জায়গার প্রায় দেড় হাজার চারা গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ৪ আগস্ট বৃহস্পতিবার মধ্য রাতে শ্রীপুর-খরন্দীপ ইউনিয়নে জৈষ্টপুরা পাহাড়ের মোহাম্মদ শওকত হোসেনের বাগানে এই ঘটনা
ঘটেছে। সংঘটিত ঘটনায় বাগান মালিক বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, জৈষ্টপুরা পাহাড়ের
লট বি ৬৭ মৌজায় শওকত হোসেনের খরিদা সাড়ে ছয় একর এবং তার ভাগনি জামাই নবাব খানের খরিদা ১৭ একর জায়গার ওপর লেবু বাগান রয়েছে। পরবর্তীতে ওই বাগানে কৃষি অফিসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ প্রায় সাড়ে চর হাজার চারা গাছ রোপণ করে বাগান করা
হয়েছে।
৫ আগষ্ট সকালে শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে দেখে কে বা কাহারা বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার চারা গাছ কেটে
উপরে ফেলেছে।
খবর পেয়ে তিনি বাগানে গিয়ে দেখে বিষয়টি নিশ্চিত হয়ে বোয়ালখালী থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।