আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন রাহী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম  আকরামের কবর জিয়ারত করতে গেলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চন্দনাইশ ( সাতকানিয়া আংশিক ) এলাকা উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর ) সকালে বিপুল সংখ‍্যক নেতাকর্মী নিয়ে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।

 এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ আবু ছৈয়দ , মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব দিদার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মনির আহমদ , উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেল, উত্তর সাতকানিয়া যুবদল নেতা রাশেদুল ইসলাম ,  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজিজুল হাসান, উত্তর সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।