আনোয়ারায় বেপরোয়া গতিতে গাড়ি পরিচালনায়, গাড়ির রেজিস্ট্রেশন না থাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ৮ টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চাতরী চৌমহনী টানেল রোড়ের মুখে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। এসময় বেপরোয়া গতিতে গাড়ি পরিচালনায় মোটর সাইকেল মাইক্রোসহ সকল পরিবহণ কে সতর্ক করা হয়।